উজিরপুরে ইসমাইল চ্যারিটি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে ও সেতারা ফাউন্ডেশনের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ
আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৫:১৭ অপরাহ্ণ উজিরপুর সংবাদদাতা ॥
উজিরপুরে ইসমাইল চ্যারিটি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে ও ডাঃ আকবর এন্ড সেতারা ফাউন্ডেশনের সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল গতকাল রবিবার উজিরপুর বাজারস্থ ডাঃ আকবর হোসেনের বাসভবনে দুপুর ১২টায় মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায়, দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সেতারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম শিপুন মিঞা, সদস্য সাইফুল ইসলাম মিঞা, এ্যাডঃ আমির হোসেন মিঞা, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাসির শরীফ, সদস্য রফিকুল ইসলাম, সাংবাদিক রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।