আজকের বার্তা
আজকের বার্তা

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩৬


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩৬
Spread the love
বার্তা ডেস্ক ॥
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৬ গ্রাম ২৬ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫ গ্রাম গাঁজা, ১২৬৯ পিস ইয়াবা ও ১২ লিটার দেশি মদ জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।
—————