আজকের বার্তা
আজকের বার্তা

রাঙ্গাবালীতে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে আহত


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ রাঙ্গাবালীতে ৮০ বছরের বৃদ্ধকে পিটিয়ে আহত
Spread the love
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ॥
রাঙ্গাবালীতে বরকত হাওলাদার নামে ৮০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। গত বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের নিজ হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। লক ডাউনে যান চলাচল বন্ধ থাকায় আহত বৃদ্ধকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। স্থানীয় চিকিৎসকের তত্বাবধায়নে আছে সে। এ ব্যপারে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। প্রতক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকাল অনুমান ৪ টার দিকে এলাকায় ভদ্র,  সভ্য ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত, ৮০ বছরের বৃদ্ধ আবু বকর হাওলাদার ওরফে বরকত হাওলাদার এফতারি সামগ্রী কেনার জন্য স্থানীয় খালগোড়া বাজারে যাওয়ার পথে জাফর মীরের বাড়ির সামনের রাস্তায় আগ থেকে ওৎ পেতে থাকা আসমান হাওলাদারের ছেলে হাফিজুর (৩৫) তারেক (৩৭) মিজানুর (৫০) ও সোবাহান মীরের ছেলে সোহেল (৩৫) তাকে এলোপাথারি পেটাতে শুরু করে। লাঠির আঘাত সইতে না পেরে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পার্শ^বর্তী আঃ মন্নান মীরের ছেলে সরোয়ার মীর, তার ভাগনে লিকন গাজী, জাফর মীরের স্ত্রী মাহফুজা বেগম, ছেলে জামাল, মেয়ে পুতুল এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তার ছেলে হারুনুর রশিদ বাদী হয়ে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেন। বৃদ্ধ বরকত হাওলাদার বলেন, সরোয়ার মীর সহ অন্যান্যরা আমাকে উদ্ধার না করলে ওরা আমাকে মেরে ফেলতো। এর কারন জানতে  চাইলে বৃদ্ধ কিছু বলতে পারেন না বলে জানান সে।রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেব।