আজকের বার্তা
আজকের বার্তা

মনপুরায় ১ হাজার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে “জাগ্রত মনপুরা”


আজকের বার্তা | প্রকাশিত: এপ্রিল ২২, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ মনপুরায় ১ হাজার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে “জাগ্রত মনপুরা”
Spread the love
মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় ১ হাজার মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে “জাগ্রত মনপুরা” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার মানুষের হাতে তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা সদর হাজীর হাট বাজারসহ বিভিন্ন বাজারে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। উক্ত সুরক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। “জাগ্রত মনপুরা” ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম ধাপে ১ হাজার মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও ৪০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হবে বলে জানান সংগঠনের আহবায়ক মোঃ রাকিব হাসান। উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, মনপুরা প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সভাপতি মাহবুবুল আলম শাহীন, মাইটিভি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলাল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন ও “জাগ্রত মনপুরা” সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ।