বরিশাল ব্রজমোহন কলেজের (বিএম) ঐতিহ্যবাহী সমাজবিজ্ঞান বিভাগের প্রথম পূনর্মিলনীর আনুষ্ঠাকি কার্যক্রম গতকাল শুক্রবার শুরু হলো। এ উপলক্ষে সকাল ১১টায় ক্যাম্পাসে রেজিট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়ছে। বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন বর্ষের উল্লেখযোগ্য সংখ্যক নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রথম পুনর্মিলনী কার্যক্রমের উদ্বোধনীতে অংশ নিতে সকাল থেকে ক্যাম্পাসের সমাজবিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসবমুখোর পরিবেশ দেখা দেয়। দুরদুরন্ত থেকে এসে অনেকেই পরিবার সহ রেজিস্ট্রেশন ভুক্ত হন।
কলেজের ৯৩-৯৪ বর্ষের ছাত্র হাফিজুর রহমান দিপু জানান, এই মিলন মেলার মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক সেতুবন্ধন ঘটাতে চাই। আফিফা সিদ্দিকা নামে ৯৮-৯৯ বর্ষের ছাত্রী বলেন, কলেজ জীবনের সহপাঠীদের সঙ্গে যুক্ত হতে প্রানের টানে আমাদের এই আয়োজন। মশিউর রহমান নামে অপর এক প্রাক্তন ছাত্র বলেন, যে কোন মুল্যে ঐক্যবদ্ধ হয়ে পুনর্মিলনী বাস্তবায়ন করতে হবে।
এব্যপারে প্রথম পুনর্মিলনীর আহবায়ক ও বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির বলেন, ২৯টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই প্রথম এমন একটি চ্যালেঞ্জিং পুনর্মিলনী করতে যাচ্ছি আমরা। আগামী ২৪ ডিসেম্বর সমাজবিজ্ঞান বিভাগের বড় ধরনের এ পুনর্মিলনীতে বিশেষ চমক থাকছে। এজন্য ৩১ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। তিনি আশা রাখেন পুনর্মিলনীতে শিক্ষার্থীরা শতস্ফুর্তভাবে অংশ নিয়ে ইতিহাসের সেই চমকের সাক্ষি হয়ে থাকবে।