আজকের বার্তা
আজকের বার্তা

পরীক্ষামূলক ফাইভজি চালু করলো রবি


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ পরীক্ষামূলক ফাইভজি চালু করলো রবি
Spread the love

গ্রামীণফোনের পর এবার পরীক্ষামূলক ফাইভজি চালু করলো মোবাইল অপারেটর রবি। গত বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা ও রংপুরে ফাইভজি নেটওয়ার্কের ট্রায়াল পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষায় প্রযুক্তিগত সহায়তা দিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস।

জানা গেছে, পরীক্ষায় এক জিবিপিএসের বেশি গতি দিয়ে রবি ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও, স্মার্টফোনের মাধ্যমে ক্লাউড গেমিং, অগমেন্টেড রিয়েলিটি ইন্টারেকশন, ৩৬০ প্যানোরেমিক লাইভ এবং খালি চোখে ফাইভজি প্রযুক্তি দ্বারা চালিত থ্রিডি অভিজ্ঞতা প্রদর্শন করেছে।

এ প্রসঙ্গে ফাইভজি পরীক্ষায় রবির ভারপ্রাপ্ত সিইও অ্যান্ড সিএফও, এম. রিয়াজ রশীদ, ঢাকা ও রংপুরে নির্দিষ্ট ব্যবহারভিত্তিক ফাইভজির সফল পরীক্ষা করতে পেরে খুবই আনন্দিত। গ্রাহকদের জীবনে উদ্ভাবনী ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের অগ্রযাত্রার বড় অংশ হলো এই ফাইভজি।