আজকের বার্তা
আজকের বার্তা

বামনায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ ১:১৮ অপরাহ্ণ বামনায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
Spread the love

বামনা সংবাদদাতাঃ বরগুনার বামনায় সোমবার বিকালে বামনা সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ বামনা উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. হারুন অর রশীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ্যাড. আফজাল হোসেন, বিশেষ অতিথি বামনার কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, সংসদ সদস্য নাদিরা সুলতানা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাস চন্দ্র হাওলাদার, সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য জেলা আ’লীগের সভাপতি আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, প্রধান বক্তা জেলা আ’ীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবীর, বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ সভাপতি ফারজানা সবুর রুমকী, যুগ্ন সম্পাদক বরগুনা পৌরসভার মেয়র আ্যাডঃ কামরুল আহসান মহারাজ প্রমুখ।

সভা পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু। প্রধান অতিথির ভাষণে আ্যাড. আফজাল হোসেন বলেন এই সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত রাখব। বিএনপি জামা’ত লাশের রাজনীতি শুরু করেছে। জঙ্গীবাদের আশ্রয় দিয়েছে। চারদলীয় জোটের কু-কর্মের জবাব দিয়ে ও প্রতিহত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে ডিজিটাল বাংলাদেশকে বিশ^ বাজারে মাথা উচু করে দাড়াতে তাঁর হাতকে শক্তিশালী করে তুলবো।