আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় বালু উত্তোলনের সময় ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ৫


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৫১ অপরাহ্ণ ভোলায় বালু উত্তোলনের সময় ড্রেজার-বাল্কহেড জব্দ, আটক ৫

ভোলা প্রতিনিধিঃ ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও সাতটি বাল্কহেড জব্দ করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা ভোলা ও বরিশাল জেলার বাসিন্দা।

রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা ভেদুরিয়ার তেঁতুলিয়া নদীতে অভিযান চালাই। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও সাতটি বাল্কহেড জব্দ করে পাঁচজনকে আটক করা হয়। পরে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মো. আলী সুজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ ড্রেজার ও বাল্কহেডসহ আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।