আজকের বার্তা
আজকের বার্তা

৩৩ বছরে পদার্পণ করলো উত্তরণ


আজকের বার্তা | প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২২ ১:১৮ অপরাহ্ণ ৩৩ বছরে পদার্পণ করলো উত্তরণ
Spread the love

সত্য, প্রেম, পবিত্রতার ধারক ও বাহক বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণ ৩৩ বছরে পদার্পণ করছে। আজ বুধবার সকাল ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় সংগীত ও উত্তরণ সংগীত পরিবেশন এবং কেক কাটার মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও বরিশালের সনামধন্য আবৃত্তিশিল্পী শামসুন্নাহার নিপার মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন সংগঠনের সদস্যবৃন্দ।

এসময় সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, “উত্তরণ সবসময় সত্য, প্রেম, পবিত্রতার মহান আদর্শ ধারন করে। উত্তরণের যে কোনো প্রয়োজনে কলেজ প্রশাসন সর্বাত্মক সহযোগীতা করবে।”

উপাধ্যক্ষ এ.এইচ.এম কাইয়ুম উদ্দীন বলেন,”উত্তরণকে আমরা সবসময় পাশে পেয়েছি, উত্তরণ বরিশালে শুদ্ধ বাঙালি সংস্কৃতি চর্চার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।”

শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক আল আমিন সরোয়ার বলেন, উত্তরণ সদস্যরা তাদের আদর্শ ধারন করে এক সময় বরিশাল তথা বাংলাদেশের সাংস্কৃতিক অজ্ঞনে প্রতিভার স্বাক্ষর রাখবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলের উত্তরণের উপদেষ্টা মিন্টু কুমার কর সহ উত্তরণের সিনিয়র, বর্তমান ও নতুন সদস্যবৃন্দ।