আজকের বার্তা
আজকের বার্তা

মঙ্গলের প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ


আজকের বার্তা | প্রকাশিত: আগস্ট ২৫, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ মঙ্গলের প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ
Spread the love

প্রথমবারের মতো মঙ্গল গ্রহের পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করেছে চীন। চীনা মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (সিএনএসএ) এই পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্রের বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটির দাবি, ‘তিয়ানওয়েন-১’ পূর্বনির্দিষ্ট কক্ষপথে মঙ্গল গ্রহকে ১,৩০০ বার পরিক্রম করে নিখুঁত মানচিত্রটি তৈরি করেছে। এরআগে, চীন ২০২০ সালের জুলাই মাসে মঙ্গল গ্রহের উদ্দেশে নিজেদের মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ প্রেরণ করেছিল।

মহাকাশযাত্রা শুরুর প্রায় ৭ মাস পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে পৌঁছায় মহাকাশযানটি। এরপর মহাকাশযান থেকে একটি ল্যান্ডার ও একটি রোভার লাল গ্রহের ইউটোপিয়া অঞ্চলে অবতরণ করে। এরপর মঙ্গলপৃষ্ঠের মাটি-পাথর-বরফের নমুনা সংগ্রহের পাশাপাশি বার বার গ্রহকে প্রদক্ষিণ করে চলে ছবি তোলার কাজ।