আজকের বার্তা
আজকের বার্তা

ফের ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ


আজকের বার্তা | প্রকাশিত: আগস্ট ২০, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ ফের ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ
Spread the love

ফের ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। দেশটির জ্বালানি সংস্থা গ্যাজপ্রোম জানিয়েছে, নড স্ট্রিম-১ পাইপ লাইনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে বন্ধ রাখা হবে।

শুক্রবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে গ্যাজপ্রোম এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়ার অনির্ধারিত রক্ষণাবেক্ষণের আদেশের ফলে ইউরোপে এরই মধ্যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আকাশচুম্বী হয়েছে মূল্যস্ফীতি।

এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। বাল্টিক সাগরের তলদেশ স্থাপনা করা নর্ড স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে পুরো ইউরোপে সরবরাহ করা হয়। অন্যদিকে, গ্যাজপ্রোম জানিয়েছে, পাইপলাইন বরাবর একটি মূল কম্প্রেসার স্টেশনে একমাত্র সচল টারবাইনের রক্ষণাবেক্ষণের জন্য লাইনটি ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।