আজকের বার্তা
আজকের বার্তা

‘মাসখানেকের মধ্যেই জিনিসপত্রের দাম কমে যাবে’


আজকের বার্তা | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ ‘মাসখানেকের মধ্যেই জিনিসপত্রের দাম কমে যাবে’
Spread the love

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মোড়লে মোড়লে মাইর। বিপদে পড়েছি আমরা। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে। তবে তা নিয়ে ভয়ের কারণ নেই। আশা করছি মাসখানেকের মধ্যেই দাম কমে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। আওয়ামী লীগ সরকার গরিবের সরকার। গ্রাম-গঞ্জের গরিব মা-বোনদের প্রতি বিশেষ নজর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জগন্নাথপুরে বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যত কিছুই বলুন বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির এক নেতা বিদেশে বসে অপপ্রচার করছে। এগুলো করে লাভ হবে না। দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জনগণ আগামীতেও আওয়ামী লীগকে ভোট দেবে।