আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে টপ ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ২৩, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ বরিশালে টপ ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ
Spread the love

স্টাফ রিপোর্টার ॥ বরিশালে ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ ঢাকা’র আয়োজনে গতকাল বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে লানিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় ৬০ জন টপ ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ। এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আতিকুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিঃ আনোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বরিশালের আইটি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিকমানের বেশ কয়েকজন ফ্রিল্যান্সার ‍এই সম্মানে ভূষীত হয়েছেন। তার মধ্যে ‍অন্যতম ‍ইক্লিপস’র সিইও সিএস অভিসহ অন্যান্যরা।

সভায় বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা শেষে ৬০ জন টপ ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।