আজকের বার্তা
আজকের বার্তা

বসত ঘর গুড়িয়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট


আজকের বার্তা | প্রকাশিত: মার্চ ১০, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ বসত ঘর গুড়িয়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট
Spread the love

হিজলা প্রতিনিধি ॥ বরিশাল জেলার কাজিরহাট থানার এক হতদরিদ্র কৃষকের বসত ঘর সন্ত্রাসীরা গুড়িয়ে দিয়ে ঘরের মধ্যে থাকা নগদ টাকা স্বর্ণ অলংকার সহ সবকিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হত দরিদ্র কৃষক খলিল মল্লিক এর বসতঘর গুড়িয়ে দিয়েছে একই এলাকার আছাদ সিকদার গংরা। ১০ মার্চ সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সন্ত্রাসীদের তান্ডব ওই এলাকা ছিল আতঙ্কে আতঙ্কিত সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র রামদা, চাপাটি, এমনকি চাইনিজ কুড়াল সহ লাঠিসোটা নিয়ে দের থেকে দ্ইুশত সন্ত্রাসীদের মহড়ায় এলাকার মানুষ অসহায় গরীব ওই কৃষকের পাশে দাঁড়াতে পারেনি। ক্ষতিগ্রস্ত খলিল মল্লিক বলেন দীর্ঘ ১৮ বছর আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে এই ঘরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি আজ আমার মাথা গোঁজার ঠাঁই টুকুও ধ্বংস করে দিলেন সন্ত্রাসীরা। তিনি আরো বলেন, থানার ভূমিকা রহস্যজনক’ আমার সবকিছু গুলিয়ে দিয়ে লুট করে নিয়ে যাওয়ার পরেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে সালিশ বৈঠকের জন্য কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেছে। স্থানীয়রা বলে তারা কখনোই এ ধরনের সন্ত্রাসীদের তান্ডব দেখিনি এমনকি পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সাজ্জাত হোসেন বলেন ক্ষতিগ্রস্তরা যদি মামলা দেয় আমরা অবশ্যই মামলা নেব।