আজকের বার্তা
আজকের বার্তা

বিশ্বব্যাপী বাড়ছে দুর্নীতি, সংকটে মানবাধিকার


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ বিশ্বব্যাপী বাড়ছে দুর্নীতি, সংকটে মানবাধিকার
Spread the love

অনলাইন ডেস্ক:

কোভিড-১৯ মহামারিকে বিভিন্ন দেশ মৌলিক অধিকার সংকুচিত করার একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে। এ পরিস্থিতিতে মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরও জোরালো করতে হবে।

দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক করাপশন প্রিপারেশন্স ইনডেক্স শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বব্যাপী মানবাধিকার ও গণতন্ত্র হুমকির মুখে।’

জার্মানির বার্লিনভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানটি ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞদের মাধ্যমে বিশ্বের ১৮০ দেশ ও অঞ্চলে সরকারি খাতের ওপর এ সমীক্ষা চালায়।

দুর্নীতির মাত্রা অনুযায়ী তারা শূন্য থেকে ১০০ পর্যন্ত স্কোর নির্ধারণ করে দেন। চলতি প্রতিবেদনে (দশম) বিশ্বের দুই তৃতীয়াংশ দেশের স্কোর হয়েছে ৫০ এর নিচে।

দুর্নীতির গড় স্কোর দেখা গেছে ১০০ এর মধ্যে ৪৩। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মিশ্র ফলাফল দেখা গেছে; অর্থাৎ কোনো দেশ এগোলেও পিছিয়েছে অন্য দেশগুলো।