আজকের বার্তা
আজকের বার্তা

ইউক্রেন-রাশিয়া উত্তেজনা, যেকোনো মুহূর্তে আক্রমণ


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২ ১২:০২ অপরাহ্ণ ইউক্রেন-রাশিয়া উত্তেজনা, যেকোনো মুহূর্তে আক্রমণ
Spread the love

অনলাইন ডেস্ক:

ইউক্রেন ও রাশিয়া মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে আতঙ্ক বাড়ছে পশ্চিমা বিশ্বেও। এর মাঝে বৈঠকও করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এবার হোয়াইট হাউস জানাল, রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে প্রস্তুত।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠককে সামনে রেখে মঙ্গলবার (১৮ জানুয়ারি) এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি।

তিনি বলেন, আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ শুরু করতে পারে।

উল্লেখ্য, সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যদি মস্কো বারবার হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।