আজকের বার্তা
আজকের বার্তা

শক্তিশালী পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ ৩:২২ অপরাহ্ণ শক্তিশালী পাসপোর্ট র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ
Spread the love

অনলাইন ডেস্ক:

২০২২ সালের বৈশ্বিক শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়ে ১০৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এই সূচকে যৌথভাবে শীর্ষে রয়েছে জাপান এবং সিঙ্গাপুরে। এছাড়াও সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি এবং দক্ষিণ কোরিয়া। সূচকে একেবারে নিচের দিকে রয়েছে আফগানিস্তান (১১তম)।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্টের এ সূচক প্রকাশ করেছে।

সূচকে বলা হয়েছে, গত বছরের অক্টোবরের তুলনায় ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। অক্টোবরে এই সূচকে ১০৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। নতুন সূচকে ৫ ধাপ এগিয়ে ১০৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৪০টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

এছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ১০৮তম এবং নেপালের ১০৫তম স্থানে অবস্থান করছে। এছাড়াও ৮৩তম অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে (৫৮তম) রয়েছে মালদ্বীপের পাসপোর্ট। ৮৮টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন মালদ্বীপের পাসপোর্টধারীরা।

সূচকটি বিশ্বের সমস্ত পাসপোর্টের মূল র‌্যাংকিং যা বিশ্বের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধার সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়।