আজকের বার্তা
আজকের বার্তা

বাংলাদেশ-ভারত সীমান্তে আর হত্যা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ বাংলাদেশ-ভারত সীমান্তে আর হত্যা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে আর হত্যার ঘটনা ঘটবে না। আমরা দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছি সীমান্তে কোনো অস্ত্র ব্যবহার করা হবে না। তারপরও যেসব ঘটনা ঘটে তা পরবর্তীতে দুই পক্ষ বসে সমঝোতা করা হয়। সীমান্ত হত্যা বন্ধে আমরা সবাই আন্তরিক।

মঙ্গলবার দুপুরের দিকে র‍্যাবের উদ্যোগে কুড়িগ্রাম পৌর শহরের ধরলা নদীর দক্ষিণ পাশে কম্বল বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির নেতা-কর্মীদের আটক করছে পুলিশ। কাউকে হয়রানি করা হচ্ছে না। হয়রানির অভিযোগ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীদের নামে অহেতুক মামলা হচ্ছে না। তারা হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই মামলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সংসদ সদস্য এম এ মতিন, সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য আসলাম হোসেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্জ, জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদসহ আরও অনেকে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-includes/functions.php on line 5349

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/dailyajkerbarta/public_html/wp-content/plugins/really-simple-ssl/class-mixed-content-fixer.php on line 107