আজকের বার্তা
আজকের বার্তা

বগুড়ায় গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ বগুড়ায় গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
Spread the love

বার্তা ডেস্ক:

পুলিশ প্রশাসনের পর এবার বগুড়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে গাবতলী উপজেলায় বালিয়াদীঘি ইউনিয়ন নির্বাচনে কালাই হাটা ভোটকেন্দ্রে গুলিতে চারজন নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার চারদিন পর রবিবার এই কমিটি গঠন করা হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদকে আহবায়ক করে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির অন্য তিন সদস্য হলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান, গাবতলী উপজেলার রিটানিং কর্মকর্তা (উপজেলা নির্বাচন কর্মকর্তা) রুহুল আমিন ও গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওনক জাহান জানান, কমিটির সবাই পুরো বিষয়টি তদন্ত করে খুব শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।

এর আগে পুলিশ প্রশাসন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটিকে সাতদিনের মদ্যে প্রতিবেদন দেবার নির্দেশ দেওয়া হয়।