আজকের বার্তা
আজকের বার্তা

পশ্চিমবঙ্গে ফের বন্ধ হতে পারে স্কুল


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ পশ্চিমবঙ্গে ফের বন্ধ হতে পারে স্কুল
Spread the love

অনলাইন ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে। সেখানে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার গঙ্গাসাগরে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে অংশ নেন মমতা। সেখানে ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত দেন তিনি। একই সঙ্গে মমতা কলকাতায় গণ্ডিবদ্ধ এলাকা (কন্টেনমেন্ট জোন) চিহ্নিত করার বিষয় নিয়েও নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন জানায়, ওই বৈঠকে লোকাল ট্রেনের সংখ্যা কমানোর কথাও শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে মঙ্গলবারই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্যের শীর্ষস্তরের আমলাসহ দক্ষিণ ২৪ পরগনা জেলার কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন তিনি।

ওই বৈঠকেই করোনা ভাইরাসের ওমিক্রন ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতি নজরে রাখো। যদি দেখ যে, স্কুলে আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে, তা হলে আমরা কিছু দিনের জন্য আবার ছুটি করে দেব।’

মুখ্যমন্ত্রীর মতে, ‘যেহেতু তৃতীয় ঢেউ আসছে, রাজ্যে কোভিড পরিস্থিতি কী, ওমিক্রন পরিস্থিতি কী, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো আমরা সিদ্ধান্ত নেব।’

মমতাকে রাজ্যের কোভিড পরিস্থিতি সম্পর্কে তথ্য দেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি বলেন, ‘মঙ্গলবার রাজ্যে ৮০০ জনের মতো কোভিডে আক্রান্ত হয়েছেন। বুধবারও প্রায় হাজার জন সংক্রমিত। বিশেষ করে কলকাতা এবং শহরতলিতে আক্রান্তের সংখ্যা বেশি। হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না; তবে হাসপাতালে সব কিছু প্রস্তুত করা আছে।’

এরপরই মমতা বলেন, ‘বাইরে থেকে যে বিমান আসছে, সেখান থেকেই কোভিড বেশি ছড়াচ্ছে। ধরাও পড়েছে।’

এর পরই তার মন্তব্য, ‘ভয় পাওয়ার কারণ নেই। ছড়াচ্ছে বেশি। ফলে সংখ্যাটা বেশি হচ্ছে।’

মমতার পরামর্শ, বাইরে থেকে আসা বিমানে কলকাতার নাগরিকই বেশি থাকেন। আবার কলকাতার নাগরিকই বেশি যান বিদেশে। সে কারণে কলকাতা শহরে ফের গণ্ডিবদ্ধ এলাকা চিহ্নিত করতে হবে। এ ব্যাপারে প্রশাসনিক পর্যালোচনার কথাও বলেছেন মমতা।