নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দু’গ্রপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলার বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হাসানসহ ৫ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।