Agaminews
Agaminews Banner

পাথরঘাটায় দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ ১:১৪ অপরাহ্ণ পাথরঘাটায় দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ

নিউজ ডেস্ক:

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী ও বলেশ্বর নদে অভিযান চালিয়ে ১ লাখ ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে এগুলো জব্দ করে সন্ধ্যায় তা পুড়িয়ে ফেলা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার এইচএমএম হারুনুর রশিদ জানান, কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী ও বলেশ্বর নদের কাকচিড়া, লালদিয়া, সোনাতলা,বাদুরতলা এলাকায় দেড় লাখ মিটার চরগড়া, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, কোষ্টগার্ডের অভিযানের পরে অবৈধ জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।