আজকের বার্তা
আজকের বার্তা

মুরাদের ৯৬টি অশ্লীল বক্তব্য সরানো হয়েছে


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২১ ২:৫৪ অপরাহ্ণ মুরাদের ৯৬টি অশ্লীল বক্তব্য সরানো হয়েছে
Spread the love

নিউজ ডেস্ক:

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের অশ্লীল, কুরুচিপূর্ণ ও বিতর্কিত অডিও-ভিডিওর ৯৬টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিটিআরসির (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এ তথ্য জানান।

নাসিম পারভেজ বলেন, সম্প্রতি প্রতিমন্ত্রী মুরাদ ইস্যুতে ফেসবুককে ২৬৮ লিংক পাঠিয়েছি। তার মধ্যে ৯৪টি রিমুভ করেছে। ১৭৪টি তদন্তাদীন। আর ইউটিউবে ১২০টির মধ্যে ২টি রিমুভ হয়েছে।

সোশ্যাল মিডিয়ার কনটেন্ট সরানোর প্রযুক্তি নেই বলে জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, ডিজিটাল সিকিউরিটি সেল করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য অর্গানোগ্রাম পরিবর্তন করা হবে।

মতবিনিময়কালে বিটিআরসির ঊর্ধতন কর্মকর্তা ছাড়াও টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী, সাধারণ সম্পাদক সমীর কুমার দে এবং সংগঠনটির সদস্যরা অংশ নেন।