আজকের বার্তা
আজকের বার্তা

পোশাক রপ্তানিতে বাংলাদেশকে সরিয়ে ২য় স্থানে ভিয়েতনাম


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২১ ৩:০২ অপরাহ্ণ পোশাক রপ্তানিতে বাংলাদেশকে সরিয়ে ২য় স্থানে ভিয়েতনাম
Spread the love

নিউজ ডেস্ক:

বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে ভিয়েতনাম। বাংলাদেশ নেমে গেছে তৃতীয় স্থানে।

ওয়ার্ল্ড ট্রেড স্টাটিস্টিক্যাল রিভিউয়ের ২০২১ সালের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে বর্তমানে বিশ্বের দেশগুলোর মধ্যে প্রথম স্থান ধরে রেখেছে চীন। আর বাংলাদেশকে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে আন্তর্জাতিক পোশাকের বাজারে বাংলাদেশের শেয়ার ৬.৩ শতাংশে নেমে এসেছে। এর আগে এটি ছিল ৬.৮ শতাংশ। গত বছর বাংলাদেশের বাজার মূল্য ছিল ২৮ বিলিয়ন ডলার। আর বৈশ্বিক পোশাক রপ্তানির বাজারে ভিয়েতনাম দখল করে আছে ৬.৪ শতাংশ। এর আগে এটি ছিল ৬.২ শতাংশ। ২০২০ সালের শেষ পর্যন্ত দেশটির বাজার মূল্য ছিল ২৯ বিলিয়ন ডলার।