আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনা মুক্ত দিবসে পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ বরগুনা মুক্ত দিবসে পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ
Spread the love

নিউজ ডেস্ক:

মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর হানাদার মুক্ত হয় বরগুনা। এ দিনকে স্মরণীয় রাখতে বরগুনা পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ পৌর নাগরিকদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করছেন।

নতুন এ অ্যাম্বুলেন্সে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। এখন থেকে শুধুমাত্র বরগুনা পৌর এলাকার নাগরিকরা বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সে সার্ভিস সেবা নিতে পারবেন। সার্ভিস নেওয়ার জন্য ০১৭২০৬৬৬৬৯১ এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এতে যেমন সময় সাশ্রয় হবে তেমনি আর্থিকভাবে অস্বচ্ছল নাগরিকরাও পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বলেন, এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে নগরবাসীর স্বপ্ন পূরণ হলো। আগে কেউ অসুস্থ হলে এদিক সেদিক ফোন করতে হতো, আবার কোনো কোনো সময় বিভিন্ন অজুহাতে অ্যাম্বুলেন্স কয়েকগুণ বেশি ভাড়া নিতো। এখন আর আমাদের ভোগান্তি পোহাতে হবেনা।

এ বিষয়ে অ্যাডভোকেট কামরুল আহসান বলেন, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা ছিলে আমার নির্বাচনী অঙ্গিকার। সম্মানিত পৌরবাসীর দোয়ায় আজ অঙ্গীকার পূরণ করতে পেরেছি। এ এলাকার কোনো নাগরিক বিনা চিকিৎসায় আর কষ্ট পাবে না।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর, সামাজিক সংগঠনের সদস্যসহ সাধারণ নাগরিকরা।