আজকের বার্তা
আজকের বার্তা

হাফ পাসের দাবিতে আট বাম সংগঠন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ ৭:৩০ পূর্বাহ্ণ হাফ পাসের দাবিতে আট বাম সংগঠন
Spread the love

নিউজ ডেস্ক:

বাসে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে আন্দোলনরত আট বাম সংগঠনের নেতাকর্মী ও পুলিশ মুখোমুখি অবস্থান নিয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল বের করে তারা।

মিছিলটি জাতীয় গ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এ সময় তারা সেখানে সমাবেশ করছে। ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, পূর্বের নির্ধারিত কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। তারা নারীদের গায়ে হাত তুলেছে। ধিক্কার জানাই, আপনারা ভয় পেয়েছেন। ছাত্রদের আন্দোলনে ভয় পেয়েছেন। আপনারা কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে পেরেছেন? শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা দিতে পেরেছেন?

আন্দোলনকারী আট ছাত্র সংগঠনগুলো হলো- ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক ছাত্র মুক্তি কাউন্সিল, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন ও পাহাড়ি ছাত্র পরিষদ।