আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে হাফ পাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১ ৬:৫১ পূর্বাহ্ণ বরিশালে হাফ পাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ
Spread the love

স্টাফ রিপোর্টার ॥

নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সারাদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশের দাবিতে গতকাল রবিবার সকাল ১১টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি ছাত্রনেতা মো. জাবেরের সভাপতিত্বে ও সহসভাপতি ছাত্রনেতা হাছিব আহমেদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, ছাত্র ফেডারেশন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক জামান কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রাকিব মাহমুদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগরের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিজন শিকদার।

সমাবেশে বক্তারা বলেন, সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিদ্রুত কমাতে হবে। সেই সাথে সারাদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাশের নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কর্যালয়ের সামনে শেষ হয়।