নিজস্ব প্রতিবেদক:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে জনসাধারণের পরিদর্শনের জন্য রোববার (২১ নভেম্বর) উম্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বরকত’।
রোববার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ ঘাটে থাকা জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা।
শুধু অপরেশনাল কর্মকাণ্ড নয়, মানবতার সেবায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উপকূল এলাকায় ও কোভিড-১৯ মহামারিতে ত্রাণ বিতরণে সহায়তার কাজে ব্যবহার হয় বরকত।