আজকের বার্তা
আজকের বার্তা

কোস্টগার্ডের অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ কোস্টগার্ডের অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার
Spread the love

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. (বিএন) খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ভোরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশান টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক মিয়ানমার হতে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল নিয়ে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে অভিযানে যায়।

এ সময় একটি বোটকে থামানোর জন্য সংকেত দিয়ে  চ্যালেঞ্জ করে। তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বোটটি ধাওয়া করলে ২টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যগণ সাগর থেকে ভাসমান অবস্থায় ২টি বস্তা উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ১২ কেজি গাঁজা ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।