অনলাইন ডেস্ক:
সম্প্রতি ভারত বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ইরানে টিকা রপ্তানি শুরু করেছে। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভ্যাক্স কর্মসূচির আওতায় আফ্রিকায় প্রথম টিকা রপ্তানি শুরু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিন্ত করেছে।
ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা ৮ নভেম্বর অ্যাক্সিওস ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি আশা করছেন, ওই সপ্তাহেই করোনার টিকা আফ্রিকায় পৌঁছাতে পারে। শিপমেন্ট শুরু হলে প্রতি মাসে কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে অন্তত ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা সম্ভব হবে।
বর্তমানে ভারতে করোনাভাইরাসের বেশ কিছু টিকা বিভিন্ন পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কোভাভ্যাক্স, করবাভ্যাক্স, জাইকভডি, জেনোভার এমআরএনএ টিকা। এর মধ্যে কোভাভ্যাক্সের ৫ কোটি ডোজ টিকা প্রথমবারের মতো এ সপ্তাহেই ইন্দোনেশিয়ায় পাঠানো হচ্ছে, যদিও এটি ভারতের স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পক্ষ থেকে কোনো সবুজ সংকেত পায়নি।
উল্লেখ্য, গত এপ্রিল-মে মাসে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলাকালে ভারত টিকা রপ্তানি বন্ধ করে দেয়। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গিয়ে দেশটি সে সময় টিকার বাণিজ্যিক চুক্তিও স্থগিত করে। পরে নিজ দেশের জনগণকে প্রায় ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার পর সরকার রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করে।