আজকের বার্তা
আজকের বার্তা

এবারই প্রথম মার্কিন মুলুকে শাকিব খান


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ এবারই প্রথম মার্কিন মুলুকে শাকিব খান
Spread the love

অনলাইন ডেস্ক:

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান সিনেমার শুটিংয়ে কিংবা ঘুরতে বিশ্বের বহু দেশে গেলেও এবারই প্রথম মার্কিন মুলুকে উড়াল দিলেন।

এর আগে, একাধিকবার ভিসার আবেদন করেও ইতিবাচক সাড়া মেলেনি। এবার একটি এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার গ্রিন সিগন্যাল পেয়েছেন তিনি।

১৪ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্য চ্যানেল আই মিউজিক এওয়ার্ড-২০২১’। সেখানে অংশ নিচ্ছেন শাকিব। তার সঙ্গে থাকবেন কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কুনালসহ আরও অনেকে।

চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে।

আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড এওয়ার্ড’ অনুষ্ঠানে।

আমেরিকা সফরের উদ্দেশ্যে আজ ভোরে শাকিব খান দেশ ছেড়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। আগামী ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ‘গলুই’ সিনেমার শুটিং শেষ করেছেন এই নায়ক। জামালপুরের প্রত্যন্ত অঞ্চলে হয়েছে সিনেমাটির চিত্রায়ন। এস এ হক পরিচালিত এই সিনেমায় তার নায়িকা এ প্রজন্মের পূজা চেরি।