আজকের বার্তা
আজকের বার্তা

নদী ভাঙন রোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন: মেনন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১২, ২০২১ ৬:১৮ পূর্বাহ্ণ নদী ভাঙন রোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন: মেনন
Spread the love

বাবুগঞ্জ প্রতিনিধি ॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীর ভাঙনে হাসপাতাল সড়ক বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ।

বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জের কৃতি সন্তান ওয়ার্কাসপার্টির সভাপতি ঢাকা -৮ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ এর এক মাত্র পাকা সড়ক সুগন্ধ্যা নদী ভাঙনে বিলীন হওয়া এলাকা পরিদর্শন করেন ।

এসময় রাশেদ খান মেনন এমপি নদী ভাঙন কবলিত মানুষের কথা শোনেন । এসময় এমপি মেনন বলেন,নদী ভাঙন রোধে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বিজরিত বরিশালের বাবুগঞ্জের নদী ভাঙন প্রতিরোধে সরকার শত কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছেন । এ প্রকল্পের আওতায় নদী বেষ্ঠিত বাবুগঞ্জ উপজেলার নিত্য নৈমেত্তিক সমস্য নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওয়ার্কাসপার্টির সাধারন সম্পাদক ও বরিশাল -৩ সাবেক সাংসদ এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ- পরিচালক আল মামুন তালুকদার বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদ,ওয়ার্কার্স পার্টি নেতা মোঃ রনি খান প্রমূখ।