আজকের বার্তা
আজকের বার্তা

সৃজনশীলতা-সৃষ্টিশীলতা আজ হারিয়ে গেছে: ফখরুল


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ সৃজনশীলতা-সৃষ্টিশীলতা আজ হারিয়ে গেছে: ফখরুল
Spread the love

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময়টা খুব দুঃসময়। এখানে কবিতা, কাব্য, সুকুমারবৃত্তি নির্বাসিত হয়েছে। একটা কাল এসেছে, যেখানে আমাদের সব সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। সবমিলিয়ে আমরা একটা নষ্ট অতিক্রম করছি।’

তিনি বলেন, ‘এ দুঃসময়ে আমাদের মুক্ত চিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না। আমরা এখন প্রেস ক্লাবে গিয়ে কথা বলছি। এছাড়া আমাদের কোনো উপায় নেই।’

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’র ইংরেজি অনুবাদগ্রন্থ ‘বেঙ্গল, দাই ইজ বিউটি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি অনুবাদ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা আব্দুল মান্নান।

মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা যারা রাজনীতি করি, তারা কেমন সময় অতিবাহিত করছি তা সবাই অবগত। সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা আজ হারিয়ে গেছে। চারদিকে শুধু ক্ষমতার লড়াই। এ থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

প্রয়াত আব্দুল মান্নানের সৃতিচারণ করে তিনি বলেন, ‘আব্দুল মান্নান একজন কবি ও রাজনীতিবিদ। সারাজীবন সততার সঙ্গে কাজ করেছেন তিনি। আব্দুল মান্নান আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাবির সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মাহমুদ শাহ কোরেশী, প্রয়াত আব্দুল মান্নানের সন্তান ব্যারিস্টার মেহনাজ মান্নান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন লেখকের জামাতা ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

এছাড়া অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।