আজকের বার্তা
আজকের বার্তা

বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
Spread the love

বাউফল প্রতিনিধি ॥
নীতিমালা উপেক্ষা করে পটুয়াখালীর বাউফল উপজেলার কারখানা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা করে পছন্দের লোকজন দিয়ে একটি পকেট কমিটি গঠন করছেন। বিদ্যালয়ের অভিভাবকরা ওই পকেট কমিটি অবিলম্বে বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সকল বিদ্যালয়ের কমিটি গঠনের নির্দেশনা থাকলেও তা গোপন রেখে প্রধান শিক্ষক নজরুল ইসলাম এলাকার একটি প্রভাবশালী মহলকে নিয়ে গোপনে পকেট কমিটি গঠন করে শিক্ষা বোর্ডে জমা দিয়েছেন। এর আগে প্রধান শিক্ষক উপবৃত্তি সহ নানা প্রলোভন দেখিয়ে অভিভাবকদের নিকট থেকে স্বাক্ষর নিয়ে অভিভাবক কমিটি গঠন করেছেন। একাধিক অভিভাবক বলেন, প্রধান শিক্ষকের সীমাহীন আর্থিক দুর্নীতি ধামাচাপা দিতে এ পকেট কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পটুয়াখালী জেলা পরিষদ থেকে স্কুলের সীমানা দেয়াল নির্মাণের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলেও অর্ধেক টাকাও খরচ করা হয়নি। স্কুলের সীমানায় দোকান স্থাপন করে এবং স্কুল ভবনের মধ্যে দোকানের গোডাউন হিসেবে ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায় করে পকেটস্থ করতেন প্রধান শিক্ষক মোঃ নজরুলইসলাম। এছাড়া স্কুল সীমানায় স্থায়ী মঞ্চ বানানোর জন্য বিভিন্ন উৎস্য থেকে প্রাপ্ত ২ লক্ষ ৮০ হাজার টাকাও তিনি খরচ করেননি। বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ দখল করে তিনি তার ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সবকিছুই স্বচ্ছভাবে চলছে। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।