আজকের বার্তা
আজকের বার্তা

বিশ্বে সাড়ে ৪ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৮, ২০২১ ২:২২ অপরাহ্ণ বিশ্বে সাড়ে ৪ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ
Spread the love

অনলাইন ডেস্ক:

জাতিসংঘের খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি জানিয়েছে, বিশ্বের ৪৩টি দেশে অন্তত ৪ কোটি ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবর আল জাজিরার।

বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য নিরাপত্তা মূল্যায়নে বলা হয়, আফগানিস্তানে ইতোমধ্যে দুর্ভিক্ষের কবলে রয়েছেন ৩০ লাখ মানুষ।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি বলেন, ‘লাখো মানুষ অতলে তলিয়ে যাচ্ছে। চরম ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে সংঘাত, জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ এর কারণে।’

আফগানিস্তানে এক সফরের পর তিনি বলেন, ‘নতুন নথি থেকে জানা গেছে, আরও ৪ কোটি ৫০ লাখ মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে।’