আজকের বার্তা
আজকের বার্তা

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে বরিশালে মানববন্ধন


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২১ ৫:৪৭ পূর্বাহ্ণ চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে বরিশালে মানববন্ধন
Spread the love

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশের সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী সরকারিকরণের (রাজস্ব খাতে) দাবীতে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজ সামনে সরকারি কলেজে কর্মরত বেসকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল বিভাগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেসরকারি ইউনিয়নের বিভাগীয় সভাপতি মোঃ ইউসুফ মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল বিভাগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন আনু, সমাবেশে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী কল্যাণ সমন্বয় পরিষদের সভাপতি মানিক হোসেন মৃধা, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্মচারী কল্যাণ পরিষদ বরিশাল জেলা সভাপতি সরকারি বিএম কলেজের প্রধান সহকারী মোঃ হামিদুল ইসলাম, সহ-সভাপতি অহিদুজ্জামান সুমন, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মৃধা মোঃ নাসির উদ্দিন, ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি বরিশাল জেলা সাধারণ সম্পাদক এনামুল হক দুলাল, আরো বক্তব্য রাখেন ভোলা জেলা সভাপতি হাবিবুর রহমান, ঝালকাঠী জেলা সভাপতি মোঃ বেল্লাল হোসেন, পটুয়াখালী জেলা সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক শাহ-আলম, বরগুনা জেলা সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন, বিএম কলেজ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের ৩৪২টি সরকারি কলেজে প্রায় ৬ হাজারের অধিক বেসকারি কর্মচারী দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন। তারা নামে মাত্র ৪-৫ হাজার টাকা বেতনে প্রতিদিন কমপক্ষে ১৪-১৬ ঘন্টা দায়িত্ব পালন করেন। এসব সুদক্ষ কর্মচারী কর্মতর থাকাবস্থায় এদের চাকুরী সরকারিকরণ না করে ২০১৭ সালে সরকার হাজার হাজার অদক্ষ্য জনবল নিয়োগ দিয়েছেন।

এনিয়ে বিভিন্ন সময় মাননীয় সংসদ সদস্যগণ জাতীয় সংসদে এদের চাকুরী জাতীয় করণের দাবীতে বক্তব্য উপস্থাপন করেছেন, কিন্তু সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেননি। অনতিবিলম্বে এসব কর্মচারীদের চাকুরী সরকারিকরণের জন্য বক্তারা সরকারের প্রতি দাবী জানান।