আজকের বার্তা
আজকের বার্তা

কাবুলের হাসপাতালে হামলা, নিহত তালেবান কমান্ডার


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ০৩, ২০২১ ১১:২৯ পূর্বাহ্ণ কাবুলের হাসপাতালে হামলা, নিহত তালেবান কমান্ডার
Spread the love

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে হামলায় নিহতদের মধ্যে তালেবানের একজন সিনিয়র কমান্ডার রয়েছেন।

নিহত তালেবান কমান্ডারের নাম হামদুল্লাহ মোখলিস। তিনি কট্টরপন্থি হাক্কানি নেটওয়ার্কের সদস্য ও বদরি পুলিশের স্পেশাল ফোর্সের একজন কর্মকর্তা। তালেবান কাবুল দখল করার পর থেকে এখন পর্যন্ত নিহত হওয়া সবচেয়ে সিনিয়র ব্যক্তি তিনি। খবর এনডিটিভির

মঙ্গলবার আইএস হাসপাতালটিতে আত্মঘাতী হামলা চালায় বলে আফগান কর্মকর্তারা দাবি করেছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের প্রধান সামরিক হাসপাতালে এই হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

তালেবানের গণমাধ্যম শাখার এক কর্মকর্তা জানান, সরদার দাউদ খান হাসপাতালে হামলার কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে ছুটে যান। আমরা তাকে সেখানে যেতে নিষেধ করলে তিনি হাসছিলেন। পরবর্তীতে আমরা জানতে পারি তিনি হামলাকারীদের সঙ্গে সরাসরি লড়াইয়ে নিহত হয়েছেন।

হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে আইএসের খোরাসান শাখা (আইএসকে) জানিয়েছে, হাসপাতালটিতে পাঁচটি গ্রুপ একযোগে সমন্বিত হামলা চালিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, দ্রুত হস্তক্ষেপের কারণে ১৫ মিনিটের মধ্যে হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।