আজকের বার্তা
আজকের বার্তা

রাজাপুরে বোরো ধানের নমুনা কর্তন অনুষ্ঠান


আজকের বার্তা | প্রকাশিত: মে ১১, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ রাজাপুরে বোরো ধানের নমুনা কর্তন অনুষ্ঠান
Spread the love

রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে উপজেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। রোববার দুপুরে মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় মঠবাড়ি বোরো ধান বীজ উৎপাদনকারী কৃষক গ্রুপের জমিতে ব্রিধান- ৮৯ জাতের বোরো ধান কর্তন করা হয়। এ সময় উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ মেহেদি হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিলন কৃষ্ণ ম-লসহ প্রায় ২৫ জন আদর্শ কৃষক উপস্থিত ছিলেন। কৃষক গ্রুপের জমিতে ২০ বর্গমিটার মাপের জমিতে ব্রিধান ৮৯ জাতের বোরো ধান কর্তন করা হয়। কর্তন করে মাড়াই-ঝাড়াই করে শুকনা ধানে বীজ হিসেবে প্রতি হেক্টরে ৭.৬৭ মেঃটন ফল পাওয়া যাবে। উপজেলায় এ বছর মোট ১৭৮ হেক্টর বোরো ধানের চাষ হয়েছে। উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ রিয়াজ উল্লাহ বাহাদুর বলেন, বিগত বছর গুলোর চেয়ে এ বছর অনেক বেশি জমিতে এ ধানের চাষাবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার।