বায়েজিদ বাপ্পি, বাকেরগঞ্জ প্রতিনিধি ॥
বাকেরগঞ্জ থানায় গরীব ও দুস্থদের মাঝে পুলিশে ডিআইজির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। থানা চত্বরে গতকাল সোমবার সকাল ১১ টায় ঈদ উপহার বিতরণ করেন ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন সহ পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ। ঈদ উপহার সামগ্রী বিতরন শেষে তিনি বাকেরগঞ্জ বন্দরে পুলিশ সুপার মার্কেট, থানা পুকুরের ঘাটলা নিমাণ কাজসহ থানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদশণ করেন। এসময় তিনি বলেন, প্রতিটি থানায় এরকম উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।