আজকের বার্তা
আজকের বার্তা

বামনায় কোটি টাকার জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ছাই


আজকের বার্তা | প্রকাশিত: মে ০৯, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ বামনায় কোটি টাকার জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ছাই
Spread the love

মোঃ জাকির হোসাইন, বামনা (বরগুনা) উপজেলা সংবাদদতা ॥
বরগুনার বামনায় গতকাল রবিবার ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট সাজ্জাত হোসেন এর নেতৃতাধীন কন্টিজেন্ট বিষখালী নদীর নলছিটি, বেতাগী, কাঠালিয়া, বামনা ও বরগুনার এলাকা থেকে ১ কোটি ৫৭ হাজার মিটার কারেন্ট জাল ও বাধা জাল আটক করে। গতকাল রবিবার বেলা সাড়ে এগারটায় আটককৃত জাল বিষখালী নদীর তীরবর্তী খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে বামনা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বদিউজ্জামান জানান জেলেদেরকে বহুবার সতর্ক করা সত্বেও কিছু দুষ্কৃকারী জেলেরা প্রশাসনকে অমান্য রাতের আধারে নদীতে জাল পেতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ ধরে দেশের সম্পদ নষ্ট করে। তাই নৌবাহিনীর সহযোগিতায় জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। আটককৃত জালের বাজার মূল্য প্রায় ১কোটি ৫৭লক্ষ টাকার উপরে।