উজিরপুর প্রতিনিধি ॥
উজিরপুরে মাদকের আসর থেকে ৩ মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায় উজিরপুর পৌরসভার ইচলাদী বাসস্টান্ডের নিকটবর্তী আহমেদ রনির খালের উপরে নির্মিত তিনতলা ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশের রুমে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এস.আই সুদেব, এ.এস.আই আইয়ুব আলী, মোঃ হাসান আহমেদ, এইচ.এম আবুল বাশারসহ কতিপয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে ইয়াবা সেবন অবস্থায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে নাইম হাওলাদার(১৯), উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের মুন্না ফকিরের ছেলে সম্রাট ফকির(২২), মাদার্শী গ্রামের শ্যামল হালদারের ছেলে সুব্রত হালদার(২১) কে গ্রেফতার করে। এ সময় তাদের ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ৫মে উজিরপুর মডেল থানা পুলিশের এস,আই সুদেব বাদী হয়ে মাদক দ্রব্য আইনে ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন, মামলা নম্বর ৫। আসামীদেরকে ৬ মে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।