আজকের বার্তা
আজকের বার্তা

বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া হরিণ অবমুক্ত


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ বিষখালী নদী থেকে উদ্ধার হওয়া হরিণ অবমুক্ত
Spread the love

বার্তা ডেস্ক ॥ জেলার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে।  শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে সদর ইউনিয়নের হরিণঘাটা ইকোপার্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান উপস্থিত হয়ে হরিণটি অবমুক্ত করেন।

এরআগে, গত মঙ্গলবার (০৯ জানুয়ারি) বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করেন টহলরত কোস্টগার্ডের সদস্যরা। পরে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে এর পেছনের বাম পায়ে আঘাত দেখা যায়। পরে আহত হরিণটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসা দেওয়া হয়।

হরিণ অবমুক্তর সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, হরিণঘাটা বিট কর্মকর্তা আব্দুল হাই, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক জাকির হোসেন খান, অমল তালুকদার।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার হওয়ার পর দীর্ঘ তিনদিন চিকিৎসা দেওয়া হয়েছে। হরিণটি শারীরিকভাবে সুস্থ হওয়ার পর বনে অবমুক্ত করা হয়েছে।