আজকের বার্তা
আজকের বার্তা

‘মানবতার মা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আর পাবেন না’


আজকের বার্তা | প্রকাশিত: জানুয়ারি ০৪, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ ‘মানবতার মা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আর পাবেন না’
Spread the love

বার্তা ডেস্ক ॥ দেশে অনেক প্রধানমন্ত্রী পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মানবতার মা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আর পাবেন না। তাকে আবার প্রধানমন্ত্রী বানাবার জন্য আগামী ৭ জানুয়ারি আপনার সকলে নৌকা মার্কায় ভোটদিবেন। আপনারা আমাকে বারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি চিফিহুইপ হয়েছি মন্ত্রীর পদমর্যাদা পেছি। আপনারা আমাকে নির্বাচিত করার কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে আর আমি রামানন্দের আঁক রাজিহার আগৈলঝাড়ায়সহ দক্ষিণাঞ্চে ব্যাপক উন্নয় করতে পেরেছি। আপনার আবার আগামী ৭ তারিখ আপনাদের আত্মীয়স্বজনদের নিয়ে ভোট সেন্টারেগিয়ে নৌকা মার্কায় ভোটদিয়ে আমাকে নির্বাচিত করবেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। আপনাদের মনে আছে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্মম নির্যাত হয়ে ছিলো তা আজ স্মরণকরিয়ে দিতে চাই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আর শেখ হাসিনার প্রধানমন্ত্রী হলে দক্ষিণাঞ্চলে সুদু উন্নয়ন হয়। এই উন্নয়নেরধারা অব্যহতরাখতে নৌকা মার্কায় ভোট দিবেন। বৃহস্পতিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দআঁক মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার সমরথনে রাজিহার ইউনিয় আওয়ামী লীগ সভাপতি হরে কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে মতবিনিম সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের নৌকা মার্র্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ্ -এমপি একথা বলেন। এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জন্য নৌকা মার্কায় ভোটচেয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ্ আরো বলেন, আপনারা (বিএনপি-জামাত) ২১ বছর ক্ষতায় ছিলেন আমাদের আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। বিএনপি বাবরবার দূরর্নীতিতে চেম্পিয়ান হয়েছে। খালেদা জিয়ার বাড়ি জল্পাইগুড়ি তাই তার সাথে এদেশের মানুষের সম্পর্ক নাই। ওরা (বিএনপি-জামাত) আবার ক্ষমতায় আসলে আবার দেশে জঙ্গী সৃষ্টি করবে। ওরাতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। ওরা হত্যার মাধ্যমে রাতের আঁধারে ক্ষতায় আসছে। ওরা দেশের কোন উন্নয় করে নাই। শেখ হাসিনার সময়ে সারা দেশ ও আগৈলঝাড়া এবং দক্ষিণাঞ্চলে উন্নয় হয়েছে। দেশের উন্নয়নের ধারা বাহিগতা ধরে রাখার জন্য আপনারা ৭ জানুয়ারি ভোট নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। এ সময় সভায় আরো বক্তব্য রাখেন, বরিশাল জেল আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যা বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, উপজেলা আ.লীগ সহসভাপতি এইচএম হেমায়েত, যুগ্ম সাধারণ সম্পাদ সাইদুল সরদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ মুরাদ শিকদার, রাজিহার ইউনিয়ন পষিদ চেয়াম্যান ইলিয়াছ তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরষ্টিয়াবাত আজাদ, কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত প্রমুখ।