আজকের বার্তা
আজকের বার্তা

বাবর-রিজওয়ানের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছে পিসিবি


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ বাবর-রিজওয়ানের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছে পিসিবি
Spread the love

বার্তা ডেস্ক ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের ব্যাটিং অর্ডারে ব্যাপক রদবদল আনা হচ্ছে। দলের নির্ভরযোগ্য ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং পজিশনে পরিবর্তন আনা হচ্ছে। খবর জিও নিউজের।

জানা গেছে, তরুণ ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া হবে এই সিরিজে। নির্বাচনকরা আইয়ুবকে দিয়ে ম্যাচ ওপেন করাতে চাচ্ছে। সেক্ষেত্রে বাবর কিংবা রিজওয়াকে ওপেনিং পজিশন ছেড়ে দিতে হবে।

পিসিবি সূত্রে জানা গেছে, বাবর ওপেনিংয়ে খেললে রিজওয়ান তিনে ব্যাট করবেন।

সূত্রটি বলছে, নির্বাচকরা চাচ্ছে ফখর জামানকে চারে খেলাতে।  পাঁচ ও ছয় নম্বর ইফতিখার আহমদ ও আজম খানকে দেখা যেতে পারে।

আজম খানকে দিয়ে কিপিং করালে রিজওয়ান ফিল্ডিং করবেন।

বাবর-রিজওয়ান জুটি দীর্ঘদিন ধরে পাকিস্তানের হয়ে ম্যাচ ওপেন করছেন। এই জুটি বহু ম্যাচ জিতিয়েছে। এখন তরুণদের সুযোগ দিতে তাদের পজিশন ছেড়ে দিতে হচ্ছে।

জানা গেছে, পিসিবি চাচ্ছে নতুন বেশ কয়েকজনকে মূল একাদশে খেলাতে। শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন ১৭ জনের স্কোয়াডে রয়েছেন-আব্বাস আফ্রিদি, সায়েম আইয়ুব, হাসিবুল্লাহ খান ও শাহেবজাদা ফারহান

আগামী বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। এর আগেই তারুণ্যনির্ভর দল গড়তে চাচ্ছে পাকিস্তান।

পাকিস্তানের নিউজিল্যান্ড সফর

প্রথম ম্যাচ ১২ জানুয়ারি অকল্যান্ড

দ্বিতীয় টি-টোয়েন্টি ১৪ জানুয়ারি হ্যামিলটন

তৃতীয় টি-টোয়েন্টি ১৭ জানুয়ারি ডানেডিন

চতুর্থ টি-টোয়েন্টি ১৯ জানুয়ারি ক্রাইস্টচার্জ

পঞ্চম টি-টোয়েন্টি ২১ জানুয়ারি ক্রাইস্টচার্জ।