আজকের বার্তা
আজকের বার্তা

প্রতীক বরাদ্দ পেতেই বরগুনায় পোস্টার লাগানোর হিড়িক


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ ৭:২৩ অপরাহ্ণ প্রতীক বরাদ্দ পেতেই বরগুনায় পোস্টার লাগানোর হিড়িক
Spread the love

বার্তা ডেস্ক ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে তফশিল অনুসারে প্রচার শুরু হয়েছে গতকাল সোমবার বিকেল থেকে। বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসনে আওয়ামী লীগের মনোনীত সুলতানা নাদিরার সর্মথকরা নৌকা প্রতীকের পোস্টার লাগাতে ব্যস্ত হয়ে পড়েছেন।

তফসিল অনুযায়ী, রবিবার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়। গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১৯ দিন ভোটের প্রচার চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ইতিমধ্যে সুলতানা নারিরার নৌকা প্রতীকের পোস্টার সাঁটানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় বেতাগী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম, পৌর ছাত্রলীগের সভাপতি তাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন ও প্রদীপ দাসের নেতৃত্বে বাসস্ট্যান্ড জনবহুল এলাকা নৌকা প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে।