আজকের বার্তা
আজকের বার্তা

বরগুনায় ২টি আসনে প্রতীক বরাদ্দ, ঈগল প্রতীকে লটারি


আজকের বার্তা | প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ বরগুনায় ২টি আসনে প্রতীক বরাদ্দ, ঈগল প্রতীকে লটারি
Spread the love

বার্তা ডেস্ক ॥  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ১৭ জন প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হয়েছে। এ সময় বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী) আসনে স্বতন্ত্র প্রার্থীদের দুইজন ঈগল প্রতীকে নির্বাচন করতে চাইলে লটারির মাধ্যমে তাদের প্রতীক নির্ধারণ করা হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম এ প্রতীক বরাদ্দের ঘোষণা করেন।

বরগুনা-১ আসনে সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ১০ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ৬ জন। তারা হলেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খলিলুর রহমান, নোঙর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএম) মনোনীত প্রার্থী মাসুদ কামাল, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ইউনুস সোহাগ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান ও ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী শাহ আবুল কালাম।

এছাড়া এ আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের প্রতীক ট্রাক ও কেটলি প্রতীকে নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত অপর দুই প্রার্থী গোলাম সরোয়ার টুকু ও গোলাম সরোয়ার ফোরকান একই প্রতীক ঈগল চান রিটার্নিং কর্মকর্তার কাছে। পরে লটারির মাধ্যমে গোলাম সরোয়ার টুকু ঈগল প্রতীক পেলে গোলাম সরোয়ার ফোরকান কাঁচি প্রতীক পছন্দ করেন।

অপরদিকে বরগুনা-২ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় দলীয় প্রতীকে নির্বাচন করবেন বিভিন্ন দলের মনোনীত ৭ জন প্রার্থী। তারা হলেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা এমপি, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান লিটন, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান, নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) মনোনীত প্রার্থী ড. আবদুর রহমান খোকন, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জাকির হোসেন ও ফুলের মালা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম।

বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা: রফিকুল ইসলাম প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত সব প্রার্থী ও সমর্থকদের বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে প্রার্থীসহ সকলকে নির্বাচনী আইন মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে। এ ছাড়া নির্বাচনকালীন যেকোনো অনিয়ম রোধে উপজেলা নির্বাহী অফিসারসহ সকল নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।