আজকের বার্তা
আজকের বার্তা

বরিশালে পৌর কাউন্সিলরের ওপর সন্ত্রাসী হামলা, আটক ১


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ বরিশালে পৌর কাউন্সিলরের ওপর সন্ত্রাসী হামলা, আটক ১
Spread the love

বার্তা ডেস্ক ॥ নগরীর ফলপট্টি এলাকায় মঙ্গলবার দুপুরে চারটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে এক পৌর কাউন্সিলরের ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। একপর্যায়ে ওই কাউন্সিলরকে অপহরনের চেষ্টাকালে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। সন্ত্রাসীদের হামলায় আহত মোঃ আল-আমিন হাওলাদার গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও গৌরনদী পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আহত কাউন্সিলর জানান, বরিশাল নগরীতে জরুরী কাজ শেষে দুপুরে তিনি ফলপট্টি এলাকার একটি ভাতের হোটেলে খাবার খেতে যান। এ সময় চারটি মোটরসাইকেলযোগে ৮/১০ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে তাকে ঘিরে ধরে অর্তকিতভাবে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে জোরপূর্বক অপহরনের জন্য মোটরসাইকেলে তোলার সময় তিনি ডাকচিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে। উপায়অন্তুর না পেয়ে সন্ত্রাসীরা দুইটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে হামলাকারী এক সন্ত্রাসীকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদারের সাথে দীর্ঘদিন থেকে নিজ দলের গৌরনদী উপজেলার প্রভাবশালী এক নেতার বিরোধ চলে আসছে।