বার্তা ডেস্ক ॥ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকায় র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযান চালিয়ে সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সকালে র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াতের ডাকা গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিনদিনের অবরোধ কর্মসূচিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন তার সহযোগিদের নিয়ে রহমতপুর ব্রিজের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে পাকা রাস্তার ওপর গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে যানবাহন ভাঙচুর করে। এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশের দায়ের করা মামলায় শনিবার বিকেলে সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে।