ভোলার মনপুরায় স্বাস্থ্যবিধি মেনে ৫৭০ পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই চাল বিতরন করা হয়। গতকাল রোববার সকাল ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এই ভিজিডি’র চাল বিতরন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পালের উপস্থিতিতে উক্ত ভিজিডির চাল বিতরন করেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। করোনায় লকডাউনে পথম ধাপের ভিজিডির চাল হাতে পেয়ে অনেক খুশি কর্মহীন নারীরা। পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া জানান, দুস্থ ও অসহায় নারীদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডির চাল বিতরন করা হবে।