আজকের বার্তা
আজকের বার্তা

ভোলায় ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা


আজকের বার্তা | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ ভোলায় ছেলের সাথে অভিমান করে মায়ের আত্মহত্যা
Spread the love

বার্তা ডেস্ক ॥ ভোলায় ছেলের সাথে অভিমান করে জোসনা বেগম (৪৫) নামে এক মায়ের আত্মহত্যার অভিযোগ পাওযা গেছে। নিহত জোসনা বেগম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া কান্দি গ্রামের মো: মাকসুদুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার নিহতের রান্নাঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: নাগর ও স্থানীয়রা জানান, গত দুইদিন আগে জোসনা বেগম জানতে পারে যে তার ছোট ছেলে ইব্রাহীম তাদের না জানিয়ে বিয়ে করেছেন। বড় ছেলের আগে ছোট ছেলে বিয়ে করায় অভিমান করে।

বুধবার রাতের খাবার খেয়ে জোসনা বেগম ও তার স্বামী এবং সন্তানরা ঘুমিয়ে পরেন। সকালের দিকে তারা রান্না ঘরের আড়ার সাথে জোসনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাক চিকৎসার করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছি। বিষয়টি তদন্ত চলছে।